Tumi, Ami o Bhor

Nemesis (BAN)

Compositor: Não Disponível

এ কেমন দিন কাটছে
মেঘের খেলা দেখিনি কতদিন
ঘরে বসে গৃহবন্দী
সময় অনিময়ে কাঁপছে

অতীতের গল্প
মনে আছে অল্প

আমার সামনে কি আসছে
কেউ কি আমায় একটু জানাবে?
আঁধার কালো এক আগামী
নাকি আলোকিত আছি?

অতীতের গল্প
মনে আছে অল্প

যদিভোর দেখি
তুমি আর আমি, ও ভোর

তার নেই কোন মায়া
নেই সুখের ছায়া
চার দেওয়ালের মাঝে আমি
সেই ভোরের অপেক্ষায়
আশা আসে যায়
মনে থাকবে এই সময়

যদি ভোর দেখি
তুমি আর আমি, ও ভোর
যদি ভোর দেখি
তুমি আর আমি, ও ভোর

©2003- 2025 lyrics.com.br · Aviso Legal · Política de Privacidade · Fale Conosco desenvolvido por Studio Sol Comunicação Digital